Printfriendly

About Us

বিসমিল্লাহির রহমানির রহিম


 • কুরআন-সুন্নাহর ঐশী বাণী যা আজ উম্মতে মুসলিমা ভুলে আছে। সেগুলো সঠিকভাবে উম্মাহর সামনে তুলে ধরার লক্ষে  আল-জান্নাতের পথ চলা।    
 •                 
 • কুরআন-সুন্নাহর,ইসলামিক শিক্ষণীয় লেখা/আর্টিকেল,ইসলামি গল্প-সাহিত্য ইত্যাদিবিষয়ের লেখা আল-জান্নাত  প্রকাশ করে থাকে।
 •  আল-জান্নাত একটি একক ব্যক্তিগত পরিচালনা ভিত্তিক একটি সাইট। এই সাইটের মূল উদ্দেশ্য শুধু ইসলামের সঠিক মেসেজ প্রচার করা। আমাদের সাইটে আমরা সর্বদা বিশুদ্ধ ইসলামিক পোষ্ট করতে চেষ্টা করে থাকি।
 • আল-জান্নাতঃ পরিচালনা হয়, প্রত্যেক মানুষের কাছে সুষ্ঠ তাওহিদের জ্ঞান ও পরিমার্জিত আক্বিদা অর্জনের জন্য। সুতরাং আল-জান্নাত দ্বারা আল্লাহর বানী প্রচার করা হচ্ছে একজন মুসলিম হিসেবে এই সাইট দ্বারা।
 • আল-জান্নাতের কোন পোষ্ট, আর্টিকেল, ডিজাইন-এ কোন ভুল থেকে থাকলে আমরা ক্ষমাপ্রার্থী। আল্লাহ আমাদের ক্ষমা করে দিন। প্রত্যেক মানুষের উপর সঠিক ইলম অর্জন ফরয এবং রাসূল সাঃ হাদিস দ্বারা প্রমানিত যা দাওয়াতি কাজকে উদ্বুদ্ধ করে।

  _______________

  সুতরাং নিয়মিত আমাদের সাইটের পোষ্ট পড়ুন, জানুন। মানুন এবং শিখুন !

  আল্লাহ সুবাহানাহু ওয়া তা'আলা আমাদের সঠিক জ্ঞান দান করুন । (আমিন) !
  জাজাকাল্লাহু খাইরান !

Post a Comment

0 Comments